১১/০৬/২০২৫
মুন টিভি

ব্রেকিং নিউজ

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ স’ন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতার করেছে খুলনা মহানগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর অভিযান বৃহস্পতিবার ভোর রাত ৪:০০ টা থেকে শুরু হয়ে সকাল ৮:০০ পর্যন্ত চলে, এই অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রে’নেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আ’টক করে তারা। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম একাত্তর নিউজ ও অনলাইন টিভি moon tv 4k কে জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পি’স্তল, ৪ রাউন্ড পি’স্তলের গু’লি, একটি ম্যাগাজিন, একটি চা’পাতি উদ্ধার করা হয়েছে।

এ সময় মা’দক বিক্রির ৩৮ লাখ  টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এই সময় (১) গ্রেনেড বাবু সহ মোট ৫ জন কে গ্রেফতার করা হয়। (২) রাব্বি চৌধুরী (আনুঃ ২১), (৩) সুমন (আনুঃ ২৭), (৪) জুনায়েদ চৌধুরী (আনুঃ৭০) ও  (৫) মোঃ আরাফাতকে আ’টক করা হয়।

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সোমবার (৩১ মার্চ) থানায় জিডি করেন তিনি। জিডিতে আব্দুল জব্বার উল্লেখ করেছেন, তার নামে এবং ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।


পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন। আব্দুল জব্বার লিখেছেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।’
পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’

মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

রোববার (৩০ মার্চ) লন্ডন থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলে থেকে শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শার্মীলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শর্মিলা রহমান সিঁথির পিতা প্রয়াত এমএইচ হাসান রাজা।

পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিনিধি: রামপাল উপজেলা।

রামপালের ১ নং গৌরম্ভা ইউনিয়ন বর্তমানে মাদকের স্বর্গরাজ্য। গত আওয়ামী ফ্যাসিস্ট লীগের নেতাকর্মীদের মদদে ও একই ভাবে মাদক ব্যাবসায়ীদের যেমন কোন প্রকার সমস্যা ছাড়া একক আধিপত্য ছিলো মাদকের, বর্তমানেও ঐ একই মাদক ব্যাবসায়ীরা শুধুমাত্র জাতীয়তাবাদী দল ও জামায়াত ইসলামি বাংলাদেশের নেতাকর্মীদের মদদে বিক্রয় চালিয়ে যাচ্ছে, অতীতের কোন পরিবর্তন হয়নি। আওয়ামী ফ্যাসিস্ট লীগের সময় উক্ত মাদক ব্যাবসায়ীদের নামে তালিকা করে তবু্ও মাঝে মধ্যে একটু অভিযান চালানো হতো। এখন বাংলাদেশের এই লাজুক পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় না থাকায় মাদক ব্যাবসায়ীরা আরও সক্রিয় হয়ে উঠেছে কারণ এখন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল ও গত জুলাই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য অংশগ্রহণকারী গণঅভ্যুত্থানে জড়িত ছাত্রদের আরেকটি দল, মোট এই তিন দলের সমর্থক সকল নেতাকর্মীদের কথা শুনতে হচ্ছে পুলিশের। এখানে পুলিশকে দোষারোপ করারও কোন সুযোগ নেই তার প্রধান কারণ কোন পুলিশ অফিসারগন যদি এই তিন দলের নেতাকর্মীদের কথা না শুনে, সেইক্ষেত্রে তাকে আওয়ামী ফ্যাসিস্ট লীগের অফিসার হিসেবে নিযুক্ত করে দিচ্ছে, সেই সাথে তাকে চাকুরীচ্যুত সহ নানাবিধ মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। এই ধরনের ঝামেলা এড়াতে বর্তমান ক্ষমতা সীল তিন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুকুমে চলতে গিয়ে, মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে কোন প্রকার অভিযান চালানোর দুঃসাহস দেখাচ্ছে না। আর এই সুযোগটি কাজে লাগিয়ে মাদক ব্যাবসায়ীর আরও বেশি বেপরোয়া ভাবে মাদক বেচাকেনা করছে। পাচ্ছে না পুলিশের ভয়, এমনকি কোন বাহিনীকেই তোয়াক্কা করছে না এই সকল মাদক ব্যাবসায়ীরা। গৌরম্ভা ইউনিয়নের সাধারণ জনগণদের নিকট এই মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না শুধুমাত্র এতটুকু জানা সম্ভব হয়েছে যে: আওয়ামী লীগ সরকারের আমলেও যারা ব্যাবসা করতো ঠিক একই ব্যাক্তিরা আরও বেশি দাপটের সঙ্গে বেপরোয়া ভাবে মাদক বেচাকেনা করছে। সাধারণ জনগণ পরবর্তীতে শুধুমাত্র এতটুকু বলেছে যে, যদি পুলিশ বাহিনী কোন রাজনৈতিক দল ক্ষমতা না যাওয়া পর্যন্ত যদি ঐ সকল নেতাকর্মীদের কথা শুনতে পারবো না বলে জানিয়ে দিয়ে, পূনরায় আবারও বহালতবিয়তে নিজেদের পাওয়ার কাজে লাগিয়ে মাদক বিরোধী অভিযানে নামে আর এই মাদক ব্যাবসায়ীদের ঢালাওভাবে গ্রেফতার করে আর বর্তমান রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, মাদক, জুয়া সহ যে সকল কারণে সমাজের ক্ষতি হয়, এই ধরনের ব্যাক্তিদের গ্রেফতার করলে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুকুমে এদের কে কোন প্রকার ছাড় দেওয়া হবে না, বলে জানিয়ে দেয় তাহলে হয়তো মাদক ব্যাবসায়ীরা বেপরোয়া ভাবে মাদক বেচাকেনা থেকে বিরতি নিয়ে যে যার ঘরে উঠে যাবে। আর মাদক বিক্রেতারা ঘরে উঠে গেলে, মাদক সেবনকারীদের সংখ্যাও কমে যাবে। এতে করে গৌরম্ভা ইউনিয়ন হতে মাদক কে উচ্ছেদ করা সম্ভব অন্যথায় কোনো ভাবেই গৌরম্ভা ইউনিয়ন হতে মাদক মুক্ত করা সম্ভব নই। গৌরম্ভা ইউনিয়ন বাসীর এখন একটা মাত্র প্রত্যাশা পুলিশের কাছে – মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করলে কারোর কোন প্রকার সুপারিশ গ্রহণ যোগ্য হবে না। এছাড়া গৌরম্ভা ইউনিয়ন হতে ছদ্মবেশে ঈদের আগের রাতে ঘুরে যতটা জানা সম্ভব হয়েছে, মাদক বিক্রেতাদের তালিকা খুব বেশি বড় নই, মুষ্টিমেয় কিছু ব্যাক্তি এই ব্যাবসার সঙ্গে জড়িত আর শুধুমাত্র ঈদের আগের রাতে একজন মাদক ব্যাবসায়ী নিজের নাম ও ছবি প্রকাশ করা হবে না সেই শর্তে তিনি জানালেন শুধুমাত্র আজকের রাত ১১:০০ টা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার মতো শুধু ইয়াবা বিক্রি করেছেন তিনি, সেই হিসাব থেকে ধারণা করা যায় যে, যেখানে ইয়াবা তৈরী হয়, সেখানেও হয়তো এক দিনে এতো টাকার ইয়াবা বিক্রি হয় না। অবশেষে পুলিশ বাহিনীর নিকট উক্ত এলাকার একটাই দাবী অতি দ্রুত যদি মাদক বিরোধী অভিযান চালানোর ব্যাবস্থা না করে তাহলে হয়তো দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের হাত পর্যন্ত মাদক পৌঁছাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে বলে মনে করছেন না।

নিজস্ব প্রতিনিধি: moon tv 4k

জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়াল ভাবে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মুসলমানদের জানালেন পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। ভার্চুয়াল ভাবে তিনি জানান দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, এসেছে সকল মুসলমান সম্প্রদায়ের জন্য এক মহা উৎসব – পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া আর রাজনৈতিক কোন বক্তব্য প্রদান না করে, শুধুমাত্র ২৪ সেকেন্ড এর জন্য এই ভিডিও বার্তা প্রদান করলেন।

রামপাল প্রতিনিধি:  ” গৌরম্ভা ডটকম ” নাম দিয়ে একটি ফেক ফেসবুক আইডি চালু করে সামাজিক ভাবে যেসকল ব্যাক্তি দের কিছুটা মান সম্মান নিয়ে চলতে চেষ্টা করে এবং বিগত সময় ধরে চলে আসছে এমন কয়েকজন ব্যাক্তির উপর ব্যাক্তিগত ভাবে আক্রমণ করতে না পেরে।উক্ত ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করছে এবং সেই তাদের নিকট পাঠিয়ে টাকার দাবি করছে। এছাড়াও বিভিন্ন হুমকি দিয়ে বলছে টাকা না দিলে রগ কেটে দিবে। এহেন হুমকির ভাষা শুনে ধারণা করা যায় যে, উক্ত ফেসবুক আইডির মালিক হয়তোবা গৌরম্ভা ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠন অর্থাৎ শিবিরের কর্মী। সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় তাজিম নামের এক উঠতি বয়সের তরুণ যুবক আগামী ইউপি নির্বাচনে তিনি গৌরম্ভা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদপ্রার্থী, উক্ত ফেসবুক আইডির মালিক তাজিম সাহেব এর খুবই কাছের মানুষ। এই ধরনের ধারণা করা যায় এইভাবে যে, ঐ আইডিতে তাজিম সাহেব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেই সংবাদ আবার শেয়ার করেছে। এই আইডি সম্পর্কে আরও কিছু মানুষের নিকট জানতে চাওয়া ব্যাক্তিদের সঙ্গে কথা বলা অবস্থায় এখনের স্থানীয় এক যুবক জানান মজনু ওরফে চিটার মজনুর বড় ছেলে শেখ রিপন হোসেন মিরান ওরফে ডঃ রিপন একজন জাতীয় পর্যায়ের প্রতারক উক্ত যুবকের সামনে শিকার করেছে এই আইডি টি ডঃ রিপনের। সর্বোপরি আসলে এই ফেক ফেসবুক আইডির মালিক হয়তো জানে না যে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম নিরাপত্তা আইনে মামলা রুজু করার একটি অধ্যায় আছে। আমার ব্যাক্তিগত ভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পরে ছোট জ্ঞানে যতটা জেনেছি, যদি সংবাদ প্রচার করতে হয় এই ধরনের ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া যেকোনো স্থানে সংবাদ প্রচার করতে অবশ্যই তথ্য মন্ত্রণালয় হতে রেজিষ্ট্রেশন করতে হবে। অর্থাৎ গৌরম্ভা ইউনিয়ন বাসী পুলিশের নিকট আকুল দাবী জানিয়েছেন যে সাইবার ক্রাইম নিরাপত্তা আইনের আওতায় এনে এই ফেসবুক আইডি ব্যাবহার কারী ব্যাক্তিকে প্রকাশ্যে এনে সঠিকভাবে বিচাররের জন্য কোর্ট হেপাজতে নিয়ে বিচার করা হউক। আসলে এই ধরনের ব্যাঙের ছাতার মতো গর্জে ওঠা কিছু ছদ্মবেশী ভুয়া সাংবাদিক দের জন্য প্রকৃত সাংবাদিক পরিচয় দেওয়া টা এখন লজ্জার মুখে পরেছে। 

সপ্তাহের ব্যবধানে সূচকের বড় ধরনের পতন হলেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলতি সপ্তাহে গত সপ্তাহের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৮ পয়েন্ট। গত সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪৩ কোটি টাকা।

চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ১৬৮ কোটি টাকা, গত সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮২৫ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচকের বড় ধরনের পতন হয়েছে। কমেছে ৬৩ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৯৯২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২৩৬টির, অপরিবর্তিত আছে ২৬টির দর। গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৪০ পয়েন্ট। অর্থাৎ দুই কার্যদিবসেই সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি। গতকাল মোট লেনদেন হয় ১ হাজার ২৪ কোটি টাকা।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিক, গ্রামীণফোন, এশিয়ান ইনস্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, প্রভাতি ইনস্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, ইনটেক ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

এবারের বিপিএল তাসকিনকে নতুন করে আবিষ্কার করার আসর। বিপিএল খেলেই তরুণ তাসকিন প্রথমে নজর কেড়েছিলেন। চোট ও ছন্দহীনতা মিলিয়ে গত বছরে প্রায় চোখের আড়ালে চলে যাওয়া এই পেসার নিজেকে নতুন করে চিনিয়েছেন এবার। ২১ উইকেট আছে তাঁর নামের পাশে। আজকের ম্যাচে ২ উইকেট পেলেই বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ড গড়বেন।

এখন পর্যন্ত রেকর্ডটা দুজনের দখলে। সাকিব আল হাসান ও কেভন কুপার। কুপার ২০১৪-১৫ আসরে বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেটে নিয়েছিলেন। গত আসরে সাকিব ১৫ ম্যাচে ২২ উইকেট নেন। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে তাসকিন এই তালিকার তিনে আছেন। এক আসরে ২১ উইকেট অবশ্য আছে আবু হায়দার (২০১৫-১৬, কুমিল্লা ভিক্টোরিয়ানস) ও ডোয়াইন ব্র্যাভোরও (২০১৫-১৬, ঢাকা ডায়নামাইটস)। তবে শেষের দুজন ম্যাচ বেশি খেলেছেন তাসকিনের চেয়ে।

তাসকিন এবারের বিপিএলের শুরুটা করেছিলেন প্রথম ম্যাচে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থেকে। তবে পরের ১০ ম্যাচে মাত্র একবার উইকেটশূন্য থেকেছেন। ৯ ম্যাচে উইকেট তুলে নেওয়ার মতো ধারাবাহিক ছিলেন তাসকিন।