
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ১ নং গৌরম্ভা ইউনিয়নের আধাঘাট গ্রামের চরে বসবাস কারী প্রতিবন্ধী পুত্রবধূকে ধর্ষণ মামলার অন্যতম আসামি গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের মিঠাপুকুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ মনির শেখ ওরফে লম্বা মনি। রামপাল থানা পুলিশ তাকে মাত্র একদিনের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হন। রামপাল থানার গৌরম্ভা ইউনিয়নের পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ও সহকারী অফিসার দুইজন সহ আরও কয়েকজন পুলিশ সদস্য সহ চাঞ্চল্যকর এক অভিজান চালিয়ে আসামি মোহাম্মদ মনির শেখ ওরফে লম্বা মনি কে গ্রেফতার করে। এরপর রামপাল থানায় নিয়ে সোপর্দ করে। আসামির গ্রেফতারের খবর পেয়ে ভুক্তভোগী ধর্ষিতার পরিবার ও গ্রামবাসীর ভিতরে থাকা আতঙ্ক কেটেছে বলে জানা যায়।
সূত্র: এলাকা বাসী।
